সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্ত বজলুর রহমান (২৮) পৌরসভার সাতপোয়া এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষক বজলুর ওই মাদ্রাসার দুই ছাত্রকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল শনিবার বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর অভিভাবক এসে শিক্ষক বজলুরের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক বজলুরকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সঙ্গে দুই মাস ধরে ওই লম্পট শিক্ষক এমন খারাপ কাজ করে আসছিল। ছেলে বিষয়টি না জানালে আমরা কিছুই বুঝতে পারতাম না।’ ওই শিক্ষক একই প্রতিষ্ঠানের অপর এক ছাত্রের সঙ্গেও এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ওই মা জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।’
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্ত বজলুর রহমান (২৮) পৌরসভার সাতপোয়া এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষক বজলুর ওই মাদ্রাসার দুই ছাত্রকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল শনিবার বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর অভিভাবক এসে শিক্ষক বজলুরের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক বজলুরকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সঙ্গে দুই মাস ধরে ওই লম্পট শিক্ষক এমন খারাপ কাজ করে আসছিল। ছেলে বিষয়টি না জানালে আমরা কিছুই বুঝতে পারতাম না।’ ওই শিক্ষক একই প্রতিষ্ঠানের অপর এক ছাত্রের সঙ্গেও এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ওই মা জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।’
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
১২ মিনিট আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
১৯ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে