Ajker Patrika

জামালপুরে পুলিশের অভিযানে ১৭ জন গ্রেপ্তার

প্রতিনিধি
জামালপুরে পুলিশের অভিযানে ১৭ জন গ্রেপ্তার

জামালপুর (ময়মনসিংহ): জামালপুর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর থানার মামলার এজাহারভুক্ত ১১ জন এবং সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের দখলপুর এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মোট ১৭ জন আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের নির্দেশনায় অভিযান পরিচালনা হয়। বিভিন্ন মামলা এবং অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...