চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১০ বছর আগে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন ৩০ বছরের পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। সম্প্রতি স্বামী তাঁকে তালাক দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেননি মাহা। ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর পাকিস্তানের লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন তিনি।
মাহা পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। তাঁর স্বামী স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
গত শুক্রবার রাতে স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তাঁর স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।
এদিকে বিদেশি বধূ আসার খবরে গত দুই দিন আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে তালাক দেন সাজ্জাদ। কিন্তু সেই তালাক মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে লাহোরে ওই পাকিস্তানি নারীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে আবার পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে ফেরে মাহাও।
তিনি আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তাঁর পরিচয়। পরে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে তাঁদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। তিনি এলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তাঁর আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ওই নারী ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। তিনি থানায় এসেছিলেন। পরে আবার আসবেন বলে চলে যান।’
১০ বছর আগে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন ৩০ বছরের পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। সম্প্রতি স্বামী তাঁকে তালাক দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেননি মাহা। ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর পাকিস্তানের লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন তিনি।
মাহা পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। তাঁর স্বামী স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
গত শুক্রবার রাতে স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তাঁর স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।
এদিকে বিদেশি বধূ আসার খবরে গত দুই দিন আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে তালাক দেন সাজ্জাদ। কিন্তু সেই তালাক মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে লাহোরে ওই পাকিস্তানি নারীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে আবার পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে ফেরে মাহাও।
তিনি আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তাঁর পরিচয়। পরে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে তাঁদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। তিনি এলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তাঁর আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ওই নারী ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। তিনি থানায় এসেছিলেন। পরে আবার আসবেন বলে চলে যান।’
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
২০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে।
২২ মিনিট আগেসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
৩৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৪১ মিনিট আগে