Ajker Patrika

কোটালীপাড়ায় ৩ ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৬: ০৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হ্যাপি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হ্যাপি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈধ কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিকে জরিমানা ও ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বাগান উত্তরপাড়ার বন্ধু ক্লিনিক ৩৫ হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকা এবং নিম্নমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৩টি ক্লিনিককে জরিমানা ও ১ টির কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত