গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার পর রিসোর্টটিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে রিসোর্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা এবং রিসোর্টটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় রিসোর্টটি থেকে দুই নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনই রিসোর্টটির কর্মকর্তা ও কর্মচারী।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে রাজধানীর এক নারী মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মডেল নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় তিনজনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন নাটকের পরিচালক মো. নাছির উদ্দিন মাসুদ (৩৫), তাঁর সহযোগী মো. বাবর (৩২) ও রিসোর্টের মালিক (নাম উল্লেখ নেই, বয়স ৬০ বছর)। এজাহারে তাঁদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
মামলার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রিসোর্টটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযানের সময় রিসোর্টের একটি কক্ষ থেকে দুই পুরুষ পালিয়ে যান। পরে ওই কক্ষ থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় কক্ষ থেকে বিভিন্ন বিদেশি মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে।
ওসি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রিসোর্টটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ কারণে নগদ দুই লাখ জরিমানা ও রিসোর্টটি সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করা হয়েছে।
মামলার বিষয়ে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন। অভিযানে শ্রীপুর থানা-পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছে।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। হোটেল রেস্তোরাঁর আইন অনুযায়ী ওই রিসোর্টটির কোনো নিবন্ধন ছিল না। বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ-২০২৪-এর আইন মোতাবেক রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।
মামলার বাদী শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমাকে একটি নাটকে অভিনয় করার বিষয়ে কথা বলার কথা বলে রিসোর্টে এনে আটকে রাখা হয়। পরে আসামিরা মদের কাচের বোতল ভেঙে আমাকে আঘাত করে হত্যার ভয় দেখায়, শারীরিক নির্যাতন করে জোরপূর্বক ধর্ষণ করে। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। পরের দিন আমার মোবাইল রেখে তারা আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।’
তিনি আরও বলেন, ‘পরে আমি ঢাকায় বাসায় ফিরে গিয়ে সেখানে মামলা করতে চাইলে পুলিশ জানায়, ঘটনাস্থলের এলাকার থানায় মামলা করতে হবে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে। আমি ন্যায়বিচার চাই।’
মামলা দায়ের হওয়ার পর শুক্রবার রাতে অভিযুক্ত নাছিরের সঙ্গে যোগাযোগ করলে, তিনি নিজেকে নাটকের পরিচালক পরিচয় দিয়ে বলেন, ‘সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। অন্য কোনো ঘটনা ঘটেনি। আমাকে ব্ল্যাকমেল করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার পর রিসোর্টটিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে রিসোর্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা এবং রিসোর্টটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় রিসোর্টটি থেকে দুই নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনই রিসোর্টটির কর্মকর্তা ও কর্মচারী।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে রাজধানীর এক নারী মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মডেল নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় তিনজনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন নাটকের পরিচালক মো. নাছির উদ্দিন মাসুদ (৩৫), তাঁর সহযোগী মো. বাবর (৩২) ও রিসোর্টের মালিক (নাম উল্লেখ নেই, বয়স ৬০ বছর)। এজাহারে তাঁদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
মামলার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রিসোর্টটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযানের সময় রিসোর্টের একটি কক্ষ থেকে দুই পুরুষ পালিয়ে যান। পরে ওই কক্ষ থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় কক্ষ থেকে বিভিন্ন বিদেশি মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে।
ওসি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রিসোর্টটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ কারণে নগদ দুই লাখ জরিমানা ও রিসোর্টটি সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করা হয়েছে।
মামলার বিষয়ে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন। অভিযানে শ্রীপুর থানা-পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছে।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। হোটেল রেস্তোরাঁর আইন অনুযায়ী ওই রিসোর্টটির কোনো নিবন্ধন ছিল না। বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ-২০২৪-এর আইন মোতাবেক রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।
মামলার বাদী শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমাকে একটি নাটকে অভিনয় করার বিষয়ে কথা বলার কথা বলে রিসোর্টে এনে আটকে রাখা হয়। পরে আসামিরা মদের কাচের বোতল ভেঙে আমাকে আঘাত করে হত্যার ভয় দেখায়, শারীরিক নির্যাতন করে জোরপূর্বক ধর্ষণ করে। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। পরের দিন আমার মোবাইল রেখে তারা আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।’
তিনি আরও বলেন, ‘পরে আমি ঢাকায় বাসায় ফিরে গিয়ে সেখানে মামলা করতে চাইলে পুলিশ জানায়, ঘটনাস্থলের এলাকার থানায় মামলা করতে হবে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে। আমি ন্যায়বিচার চাই।’
মামলা দায়ের হওয়ার পর শুক্রবার রাতে অভিযুক্ত নাছিরের সঙ্গে যোগাযোগ করলে, তিনি নিজেকে নাটকের পরিচালক পরিচয় দিয়ে বলেন, ‘সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। অন্য কোনো ঘটনা ঘটেনি। আমাকে ব্ল্যাকমেল করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
১৪ মিনিট আগেরূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে।
২৪ মিনিট আগেজেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
৩৩ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে