শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত জখম মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামীকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। নিহত গৃহবধূ আম্বিয়া খাতুন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. আসাদুল্লাহর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়িতে থাকতেন। ঘাতক স্বামী আসাদুল্লাহ একই এলাকার আব্দুল মতিন আকন্দের ছেলে।
স্থানীয় বাসিন্দা রিনা আক্তার বলেন, ‘এটি আসাদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। সে নাকি আরেকটি বিয়ে করছে, এ নিয়ে দ্বিতীয় স্ত্রী আম্বিয়ার সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। গতকাল (শুক্রবার) রাতেও তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে মারধর করে। এরপর রাতের খবর বলতে পারব না। সকালে মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।’
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা সকালে পুলিশকে ফোন করে একটি মরদেহের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে জানতে পারে নিহত গৃহবধূর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী পলাতক রয়েছেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামীকে আটক করে। এটি একটি হত্যাকাণ্ড, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত জখম মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামীকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। নিহত গৃহবধূ আম্বিয়া খাতুন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. আসাদুল্লাহর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের জনৈক রুবেলের বাড়িতে থাকতেন। ঘাতক স্বামী আসাদুল্লাহ একই এলাকার আব্দুল মতিন আকন্দের ছেলে।
স্থানীয় বাসিন্দা রিনা আক্তার বলেন, ‘এটি আসাদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। সে নাকি আরেকটি বিয়ে করছে, এ নিয়ে দ্বিতীয় স্ত্রী আম্বিয়ার সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। গতকাল (শুক্রবার) রাতেও তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে মারধর করে। এরপর রাতের খবর বলতে পারব না। সকালে মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।’
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা সকালে পুলিশকে ফোন করে একটি মরদেহের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে জানতে পারে নিহত গৃহবধূর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী পলাতক রয়েছেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামীকে আটক করে। এটি একটি হত্যাকাণ্ড, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। সে ধারাবাহিকতা দেখা গেল ছেলেদের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ফলাফলেও।
২৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল মোট ছয়টি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত এ ছয়টি হলেরই ফল ঘোষণা করা হয়েছে।
৩৬ মিনিট আগেরাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে