কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী, অবৈধ দখলদার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বন বিভাগের জমি জবরদখল করে দেদার নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা দিয়ে তাদের যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের লোক ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করছিলেন। টাকা না দিলে ছবি তুলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তাঁরা। এ ছাড়াও তাঁদের স্বার্থ হাসিল না হলে বন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। টাকা না পেলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।
এর ধারাবাহিকতায় শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী, অবৈধ দখলদার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বন বিভাগের জমি জবরদখল করে দেদার নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা দিয়ে তাদের যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের লোক ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করছিলেন। টাকা না দিলে ছবি তুলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তাঁরা। এ ছাড়াও তাঁদের স্বার্থ হাসিল না হলে বন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। টাকা না পেলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।
এর ধারাবাহিকতায় শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
১০ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
৩৪ মিনিট আগে