শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। এতে করে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা।
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক লিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখ। কিন্তু দেয় ১০ তারিখ। তবুও আমরা মেনে নেই। কিন্তু এখনো জুন মাসের বেতন পরিশোধ করেনি। তাহলে আমরা কীভাবে সংসার চালাই। আমাদের বাড়িভাড়া বাকি, দোকানের টাকা বাকি থাকে।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সজল মিয়া বলেন, ‘জুন মাসের বেতন দেওয়ার কোনো খবর নেই। আরেক মাসের বেতনের সময় চলে আসছে। দেয়ালে পিঠ ঠেকলে রাস্তায় নামতে হয়। এটা কী করে বলব, আমাদের ঘরে চাল-ডাল নেই। সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। রাতে কেন রাস্তায় এসেছি, এটা বিবেক দিয়ে চিন্তা করলে উত্তর পাবেন। আমরা এমনিতেই কাউকে ভোগান্তিতে ফেলছি না।’
ফাতেমা নামের এক শ্রমিক বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে। যে বেতন পাই তা দোকানের বাকি আর ঘরভাড়া দিয়ে শূন্য হাতে বাসায় ফিরতে হয়। আমাদের বেতনের অপেক্ষায় থাকে বৃদ্ধ মা, বাবা, সন্তান। এই সামান্য বেতনের চাকরিতে তাঁদের সামান্য চাহিদা পূরণ করতে হয়। তবুও সঠিক সময়ে বেতন পাচ্ছি না।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করে রাস্তায় নামেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সন্ধ্যা ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। এতে করে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা।
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক লিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখ। কিন্তু দেয় ১০ তারিখ। তবুও আমরা মেনে নেই। কিন্তু এখনো জুন মাসের বেতন পরিশোধ করেনি। তাহলে আমরা কীভাবে সংসার চালাই। আমাদের বাড়িভাড়া বাকি, দোকানের টাকা বাকি থাকে।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সজল মিয়া বলেন, ‘জুন মাসের বেতন দেওয়ার কোনো খবর নেই। আরেক মাসের বেতনের সময় চলে আসছে। দেয়ালে পিঠ ঠেকলে রাস্তায় নামতে হয়। এটা কী করে বলব, আমাদের ঘরে চাল-ডাল নেই। সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। রাতে কেন রাস্তায় এসেছি, এটা বিবেক দিয়ে চিন্তা করলে উত্তর পাবেন। আমরা এমনিতেই কাউকে ভোগান্তিতে ফেলছি না।’
ফাতেমা নামের এক শ্রমিক বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে। যে বেতন পাই তা দোকানের বাকি আর ঘরভাড়া দিয়ে শূন্য হাতে বাসায় ফিরতে হয়। আমাদের বেতনের অপেক্ষায় থাকে বৃদ্ধ মা, বাবা, সন্তান। এই সামান্য বেতনের চাকরিতে তাঁদের সামান্য চাহিদা পূরণ করতে হয়। তবুও সঠিক সময়ে বেতন পাচ্ছি না।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করে রাস্তায় নামেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সন্ধ্যা ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এ হট্টগোল শুরু হয়। দিবাগত রাত ১টা ১০ মিনিটেও দুই পক্ষ সেখানে অবস্থান নিচ্ছিল।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হল ও মাস্টারদা সূর্য সেন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল। চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী...
৭ ঘণ্টা আগে