Ajker Patrika

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুর থানা। ছবি: আজকের পত্রিকা
সাদুল্লাপুর থানা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর থানা চত্বর থেকে মিশুক অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) বরাবর এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন অটোচালক আশিক মিয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর সাত্তারের ছেলে আশিক মিয়া। তিনি চলতি মাসের ৪ এপ্রিল তার অটোরিকশাতে কয়েকজন যাত্রী নিয়ে সাদুল্যাপুর উপজেলায় যাচ্ছিলেন। থানা থেকে ৫০ গজ দূরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত মিশুক অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী হালকা আহত হলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মিশুক অটোরিকশা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিকশার ব্যাটারি হারিয়েছে।

আশিক মিয়া আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে পুলিশ অটোরিকশাটি থানায় নিয়ে যায় ১৭ দিন আগে। থানায় অটোরিকশা পড়ে আছে। আনতে গেলে পুলিশ আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। গত ৯ এপ্রিল অটোরিকশাটি আবার আনতে গিয়ে দেখি, অটোরিকশার চারটি ব্যাটারির মধ্যে দুইটি ব্যাটারি নাই। তাৎক্ষণিক বিষয়টি ওসিসহ পুলিশকে জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের ভয়ে কাউকে কিছু বলিনি। আমি গরিব মানুষ। কিস্তির টাকা নিয়ে অটোরিকশাটি কিনেছি। গাড়ি চালানো বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আমার ব্যাটারিসহ অটোরিকশাটি ফেরত চাই।’

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ব্যক্তিগত অর্থায়নে ব্যাটারি ক্রয় করে দেওয়ার কথাও জানান তিনি।

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। মনে হয় ওনি অফিসে (অভিযোগ) দিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত