Ajker Patrika

শৌচাগার নির্মাণ নিয়ে তর্কাতর্কি, ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুর উপজেলায় দশলিয়া গ্রামের রায়পাড়ায় রাধানাথ চন্দ্র দাসের মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। ছবি: সংগৃহীত
সাদুল্লাপুর উপজেলায় দশলিয়া গ্রামের রায়পাড়ায় রাধানাথ চন্দ্র দাসের মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে রাধানাথ চন্দ্র দাস (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাধানাথ চন্দ্র ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাধানাথ চন্দ্রের সঙ্গে বড় ভাই নৃপেন চন্দ্রের আগে থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রাধানাথের বসতঘর ঘেঁষে নিপেন চন্দ্র ও তাঁর দুই ছেলে শংকরাজ ও সত্যন্দ্রনাথ শৌচাগার নির্মাণ করতে যান। এ সময় রাধানাথ তাতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাতিজারা উত্তেজিত হয়ে চাচা রাধানাথকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা রাধানাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত