গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুল হক মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতা পাপুল সরকারকে (৩৫) মারপিটের অভিযোগ উঠছে। আহত পাপুল সরকার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাতানি সাদেকপুর গ্রামের মো. ডাবলু সরকারের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহর থেকে আওয়ামী লীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাপুল সরকারের ওপর হামলা করে মারপিট করেন। প্রাণ বাঁচাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী জাকির মিয়ার বাড়িতে গিয়ে পাপুল আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা করা হয়। জাকির মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত পাপুল সরকারকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্যসচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনসহ অনেকেই হাসপাতালে ছুটে যান।
আহত পাপুল সরকার বলেন, ‘তুলসীঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিই। খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মাহমুদুল হক মামুন ও যুবলীগ নেতা রাজীবসহ বেশ কয়েকজন আমার পথ রোধ করে হঠাৎ মারপিট শুরু করে। আমাকে তাদের গাড়িতে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে পার্শ্ববতী এক বাড়িতে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা করে।’
তিনি বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’
সদর থানা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু বলেন, ‘এভাবে জাতীয়তাবাদী একজন পরীক্ষিত সৈনিকের ওপর হামলা মেনে নেওয়া যায় না, যাবে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি, সেই দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যুবদল নেতার ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা হামলার দ্রুত বিচার দাবি করছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন বলেন, ‘যুবদলের নেতার ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। যার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, জাতীয়তাবাদী ছাতার নিচে সেই নেতার আশ্রয় হবে না। আমি বিষয়টি কেন্দ্রকে অবগত করব। তারা এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হক মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তবে আমি এই হামলার সঙ্গে জড়িত নই।’
মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি কার্গো ভিলেজ ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুধু জরুরি সেবায় নিয়োজিত ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগেনৌপথে ঢাকা থেকে বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্যাডেলচালিত স্টিমার। ঐতিহ্যবাহী এ জলযানের চলাচল বন্ধ হয়ে যায় তিন বছর আগে। এবার সেই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে