গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে নির্বাচন কমিশন ভবনে আটক হন এক রোহিঙ্গা যুবক। সঙ্গে তাঁকে যাবতীয় বিষয়ে সহযোগিতাকারী স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন। গতকাল রোববার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে গেলে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের নাম মো. নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম মোছা. ইশারত ফাতেমা।
তাঁর সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ দ্বীপদ উজ্জল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজি তরফ কামাল গ্রামের (এলাকার কোড নম্বর-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে তাঁর কার্যালয়ে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্মা বেগম উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ তৈরি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তাঁর সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে।’
গাইবান্ধার সাদুল্যাপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে নির্বাচন কমিশন ভবনে আটক হন এক রোহিঙ্গা যুবক। সঙ্গে তাঁকে যাবতীয় বিষয়ে সহযোগিতাকারী স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন। গতকাল রোববার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে গেলে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের নাম মো. নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম মোছা. ইশারত ফাতেমা।
তাঁর সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ দ্বীপদ উজ্জল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজি তরফ কামাল গ্রামের (এলাকার কোড নম্বর-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে তাঁর কার্যালয়ে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্মা বেগম উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ তৈরি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তাঁর সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে।’
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
১ ঘণ্টা আগেরাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারপরও যদি প্রয়োজন হয়, আহ্বান করলে সেনাবাহিনীও আসবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ‘দেওয়ান প্লাজা’ নামের ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরহাদ উদ্দিনের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর...
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল হক ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
২ ঘণ্টা আগে