ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৪ মে) রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী অবমাননার ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দেলুর সাংগঠনিক পদও স্থগিত করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ঘটনার দায় দল নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
বিচার-ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মাথিয়ারা গ্রামের সালিস বৈঠকে দুই নারী সাজেদা বেগম ও জোহরা বেগমকে জনসমক্ষে জেরা করা হচ্ছে। তাঁদের ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লাঠি হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অকথ্য ভাষায় গালাগাল করে তাঁদের নাকে খত দিতে বাধ্য করেন।
স্থানীয় সূত্র জানায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে কয়েক মাস ধরে পোষা হাঁস ও কবুতর চুরি হচ্ছিল। সম্প্রতি ফের চুরির অভিযোগ উঠলে বৃহস্পতিবার (১ মে) রাতে স্থানীয় খালুর দোকানের সামনে সালিস বসে। সেখানে সন্দেহভাজন দুই যুবক রাকিব ও রিফাতের উপস্থিতিতে তাঁদের মায়েদের অপমানজনক আচরণের শিকার হতে হয়। রাকিবের গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে তাঁর মাকে নাকে খত দিতে বাধ্য করা হয়। একইভাবে রিফাতের মায়ের সঙ্গেও একই আচরণ করা হয়।
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৪ মে) রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী অবমাননার ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দেলুর সাংগঠনিক পদও স্থগিত করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ঘটনার দায় দল নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’
বিচার-ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মাথিয়ারা গ্রামের সালিস বৈঠকে দুই নারী সাজেদা বেগম ও জোহরা বেগমকে জনসমক্ষে জেরা করা হচ্ছে। তাঁদের ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লাঠি হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অকথ্য ভাষায় গালাগাল করে তাঁদের নাকে খত দিতে বাধ্য করেন।
স্থানীয় সূত্র জানায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে কয়েক মাস ধরে পোষা হাঁস ও কবুতর চুরি হচ্ছিল। সম্প্রতি ফের চুরির অভিযোগ উঠলে বৃহস্পতিবার (১ মে) রাতে স্থানীয় খালুর দোকানের সামনে সালিস বসে। সেখানে সন্দেহভাজন দুই যুবক রাকিব ও রিফাতের উপস্থিতিতে তাঁদের মায়েদের অপমানজনক আচরণের শিকার হতে হয়। রাকিবের গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে তাঁর মাকে নাকে খত দিতে বাধ্য করা হয়। একইভাবে রিফাতের মায়ের সঙ্গেও একই আচরণ করা হয়।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৪ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৫ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৫ ঘণ্টা আগে