ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩১ মিনিট আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে