Ajker Patrika

মধুখালীতে নিখোঁজের দুই দিন পর মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
শেখ আল আজাদ। ছবি: সংগৃহীত
শেখ আল আজাদ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে মাদ্রাসাশিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাখেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

এর আগে গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। ওই দিন রাতেই থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির পর মো. রাসেল শেখ (৪০) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।

তাঁর দেওয়া তথ্যমতে, লাশটি উদ্ধার করা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে। আটক রাসেল শেখ একই উপজেলার মেঘচামী এলাকার সোহরাব শেখের পুত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত