ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) বিকালে শহরতলির টেপাখোলা এলাকার ধলারমোড়ের চরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তাঁদের একজন গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে রেজা এ রাব্বি তামিম (২০) এবং অন্যজন নোয়াখালী সদর উপজেলার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবদুল্লাহ মারুফ (২০)। তাঁরা ফরিদপুর শহরে একটি মেসে থাকতেন।
নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে দুপুরে কলেজমাঠে ফুটবল খেলেন। পরে ছয়-সাতজন বন্ধু মিলে পদ্মা নদীর ধলারমোড়ের চরে গিয়ে আবারও ফুটবল খেলেন এবং শেষে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যান মারুফ। তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও স্রোতের তোড়ে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁদের উদ্ধার করে রেজোয়ান মোল্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার নেছার মাহমুদ জানান, বেলা ৩টা ২০ মিনিটে পানিতে দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাঁরা রওনা দেন এবং প্রায় দুই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।
ইইই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন জানান, তাঁরা ছয়-সাতজন মিলে গোসলে নামেন। প্রথমে মারুফ ডুবে যান, তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও তলিয়ে যান। পরে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
সানোয়ার হোসেন আরও জানান, নিহত শিক্ষার্থীদের শরীরে পানি জমে থাকায় দ্রুত পচনের আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) বিকালে শহরতলির টেপাখোলা এলাকার ধলারমোড়ের চরে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। তাঁদের একজন গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে রেজা এ রাব্বি তামিম (২০) এবং অন্যজন নোয়াখালী সদর উপজেলার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আবদুল্লাহ মারুফ (২০)। তাঁরা ফরিদপুর শহরে একটি মেসে থাকতেন।
নিহত শিক্ষার্থীদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে দুপুরে কলেজমাঠে ফুটবল খেলেন। পরে ছয়-সাতজন বন্ধু মিলে পদ্মা নদীর ধলারমোড়ের চরে গিয়ে আবারও ফুটবল খেলেন এবং শেষে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যান মারুফ। তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও স্রোতের তোড়ে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁদের উদ্ধার করে রেজোয়ান মোল্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার নেছার মাহমুদ জানান, বেলা ৩টা ২০ মিনিটে পানিতে দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাঁরা রওনা দেন এবং প্রায় দুই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।
ইইই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন জানান, তাঁরা ছয়-সাতজন মিলে গোসলে নামেন। প্রথমে মারুফ ডুবে যান, তাঁকে বাঁচাতে গিয়ে তামিমও তলিয়ে যান। পরে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
সানোয়ার হোসেন আরও জানান, নিহত শিক্ষার্থীদের শরীরে পানি জমে থাকায় দ্রুত পচনের আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
যশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৩০ মিনিট আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৪ ঘণ্টা আগে