ফরিদপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানে নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নাম শিল্পী বেগম (৩০), যিনি স্থানীয়ভাবে ‘মাদক চক্রের নেতৃত্বদানকারী’ হিসেবে পরিচিত বলে দাবি যৌথবাহিনীর।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুহলক্ষীপুর রেলবস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে—এমন একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্পের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শিল্পী বেগম ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। অভিযোগে আরও বলা হয়, সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হচ্ছিল। ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭টি ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।
সেনা ক্যাম্প জানায়, সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। প্রথম ধাপে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং শিলপির বাড়ি থেকে আরও আটজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেলের মধ্যে মামলা রুজুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানে নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নাম শিল্পী বেগম (৩০), যিনি স্থানীয়ভাবে ‘মাদক চক্রের নেতৃত্বদানকারী’ হিসেবে পরিচিত বলে দাবি যৌথবাহিনীর।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুহলক্ষীপুর রেলবস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে—এমন একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্পের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শিল্পী বেগম ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। অভিযোগে আরও বলা হয়, সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হচ্ছিল। ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭টি ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।
সেনা ক্যাম্প জানায়, সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। প্রথম ধাপে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং শিলপির বাড়ি থেকে আরও আটজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেলের মধ্যে মামলা রুজুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
২৪ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
৩০ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৪০ মিনিট আগে