Ajker Patrika

রোগীদের জিম্মি করে অর্থ আদায়, ফরিদপুর মেডিকেল থেকে নারী আটক

ফরিদপুর প্রতিনিধি
আটক হেলেনা আক্তার। ছবি: সংগৃহীত
আটক হেলেনা আক্তার। ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে আজ রোববার দুপুরে তাঁকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন হেলেনা আক্তার। হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নিয়ে আসছিলেন। এমন কর্মকাণ্ডে কয়েকবার আটক হলেও বেরিয়ে এসে পুনরায় একই কাজ চালিয়ে যান।

বিষয়টি জানতে পেরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা হেলেনা আক্তারকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন হেলেনা আক্তার। এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত