ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির অন্তঃকোন্দল গড়িয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতেও। আজ সোমবার জেলা বিএনপির দুটিসহ মহানগরের ব্যানারে পৃথক সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। তবে তিনটি শোভাযাত্রাতেই জনসমাগম হয়েছে।
এতে এক পক্ষে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন; অন্য পক্ষে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। এ ছাড়া নগর বিএনপির পৃথক শোভাযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ।
বিকেল ৫টার দিকে শহরের কাঠপট্টি এলাকায় বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের জনতা ব্যাংকের মোড় হয়ে আলীপুরের গোলপুকুর ড্রিম চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ম্যাটসের সামনে থেকে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের জেলখানার সামনে থেকে শুরু হয়ে গোলপুকুর ড্রিম এলাকায় গিয়ে শেষ হয়।
একই সময় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে মহানগর বিএনপির একটি শোভাযাত্রা শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে নগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে ও সদস্য গোলাম মোস্তফা মিরাজের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিন ভাগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির নামে আর কারা করেছে, সেটা আমার বোধগম্য নয়। তবে যারা করে, তারা হয়তো আওয়ামী শক্তিকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিচ্ছে।’
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেন, ‘আমরাও চাই না বিভক্ত হয়ে প্রোগ্রামগুলো হোক। একত্রে এতে আমাদের শক্তিও প্রদর্শন হতো, বিভক্ত হয়ে থাকলে সেই শক্তি প্রদর্শন করা যাবে না। যাঁরা দলের সিনিয়র আছেন, তাঁদের দায়িত্ব একসঙ্গে করা।’
এদিকে ফরিদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত দল পুনর্গঠনসংক্রান্ত সাংগঠনিক টিমের প্রধান আসাদুজ্জামান রিপনের। কিন্তু তিনি ফরিদপুরের কোনো কর্মসূচিতে যোগ দেননি।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া জানান, ফরিদপুরের কর্মসূচিতে আসাদুজ্জামান সাহেবের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কেন এলেন না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, ‘আসাদুজ্জামান সাহেব যে আসবেন না, তা-ও আমাদের জানানো হয়নি।’
ফরিদপুরে বিএনপির অন্তঃকোন্দল গড়িয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতেও। আজ সোমবার জেলা বিএনপির দুটিসহ মহানগরের ব্যানারে পৃথক সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। তবে তিনটি শোভাযাত্রাতেই জনসমাগম হয়েছে।
এতে এক পক্ষে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন; অন্য পক্ষে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। এ ছাড়া নগর বিএনপির পৃথক শোভাযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ।
বিকেল ৫টার দিকে শহরের কাঠপট্টি এলাকায় বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের জনতা ব্যাংকের মোড় হয়ে আলীপুরের গোলপুকুর ড্রিম চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ম্যাটসের সামনে থেকে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের জেলখানার সামনে থেকে শুরু হয়ে গোলপুকুর ড্রিম এলাকায় গিয়ে শেষ হয়।
একই সময় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে মহানগর বিএনপির একটি শোভাযাত্রা শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে নগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে ও সদস্য গোলাম মোস্তফা মিরাজের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিন ভাগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির নামে আর কারা করেছে, সেটা আমার বোধগম্য নয়। তবে যারা করে, তারা হয়তো আওয়ামী শক্তিকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিচ্ছে।’
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেন, ‘আমরাও চাই না বিভক্ত হয়ে প্রোগ্রামগুলো হোক। একত্রে এতে আমাদের শক্তিও প্রদর্শন হতো, বিভক্ত হয়ে থাকলে সেই শক্তি প্রদর্শন করা যাবে না। যাঁরা দলের সিনিয়র আছেন, তাঁদের দায়িত্ব একসঙ্গে করা।’
এদিকে ফরিদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত দল পুনর্গঠনসংক্রান্ত সাংগঠনিক টিমের প্রধান আসাদুজ্জামান রিপনের। কিন্তু তিনি ফরিদপুরের কোনো কর্মসূচিতে যোগ দেননি।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া জানান, ফরিদপুরের কর্মসূচিতে আসাদুজ্জামান সাহেবের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কেন এলেন না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, ‘আসাদুজ্জামান সাহেব যে আসবেন না, তা-ও আমাদের জানানো হয়নি।’
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে