ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহের পরিচয় মেলেনি এক সপ্তাহেও। এর মধ্যে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। গত ১৮ ডিসেম্বর ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানিয়েছেন, পুলিশের একাধিক সংস্থা ওই তরুণীর লাশের পরিচয় নিশ্চিত হতে কাজ করছে। তিনি বলেন, লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করে এক দিন মর্গে রাখা হয়। পরদিন বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয় এবং তারা দাফন করে।
ফরিদপুরের সালথায় উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় গত সপ্তাহেও পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পরিচয় না পাওয়ায় এর মধ্যে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে পরিচয় নিশ্চিতে পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজসংলগ্ন এলাকায় খেতের মধ্যে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় লাশের গায়ে কালো রঙের বোরকা, লাল রঙের পায়জামা ও পেস্ট কালারের জামা পরা ছিল। এ ছাড়া তাঁর গলায় বিদ্যুতের তার দিয়ে প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে অন্য কোথাও থেকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
ফরিদপুরের সালথায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহের পরিচয় মেলেনি এক সপ্তাহেও। এর মধ্যে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। গত ১৮ ডিসেম্বর ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানিয়েছেন, পুলিশের একাধিক সংস্থা ওই তরুণীর লাশের পরিচয় নিশ্চিত হতে কাজ করছে। তিনি বলেন, লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করে এক দিন মর্গে রাখা হয়। পরদিন বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয় এবং তারা দাফন করে।
ফরিদপুরের সালথায় উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় গত সপ্তাহেও পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পরিচয় না পাওয়ায় এর মধ্যে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে পরিচয় নিশ্চিতে পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজসংলগ্ন এলাকায় খেতের মধ্যে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় লাশের গায়ে কালো রঙের বোরকা, লাল রঙের পায়জামা ও পেস্ট কালারের জামা পরা ছিল। এ ছাড়া তাঁর গলায় বিদ্যুতের তার দিয়ে প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে অন্য কোথাও থেকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
৯ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২১ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৪১ মিনিট আগে