খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ দলটির বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাদী ফারুক ইসলাম ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতের উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। বর্তমানে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি গত শুক্রবার দিবাগত রাতে খানসামা থানায় এজাহার জমা দেন।
এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে খানসামা থানার তৎকালীন কর্মকর্তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে তারা। চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় তাঁকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়, লাঠিপেটা করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়। থানায় এনে আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন ফারুক ইসলাম।
এ ছাড়া, উপজেলা জামায়াতের আরও ছয় নেতা-কর্মীর বাড়ি থেকেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে এজাহারে। তাঁদের মধ্যে আছেন মাইজার রহমান, জিকরুল হক, রায়হান, আব্দুল্লাহ আল কাফি, মাওলানা আনিছুর রহমান ও মজিবর রহমান।
ফারুক ইসলাম বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ের বিচার চাওয়াটা ছিল অসম্ভব। এখন পরিস্থিতি অনুকূলে আসায় মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ দলটির বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাদী ফারুক ইসলাম ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতের উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। বর্তমানে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি গত শুক্রবার দিবাগত রাতে খানসামা থানায় এজাহার জমা দেন।
এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে খানসামা থানার তৎকালীন কর্মকর্তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে তারা। চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় তাঁকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়, লাঠিপেটা করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়। থানায় এনে আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন ফারুক ইসলাম।
এ ছাড়া, উপজেলা জামায়াতের আরও ছয় নেতা-কর্মীর বাড়ি থেকেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে এজাহারে। তাঁদের মধ্যে আছেন মাইজার রহমান, জিকরুল হক, রায়হান, আব্দুল্লাহ আল কাফি, মাওলানা আনিছুর রহমান ও মজিবর রহমান।
ফারুক ইসলাম বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ের বিচার চাওয়াটা ছিল অসম্ভব। এখন পরিস্থিতি অনুকূলে আসায় মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।’
১ মিনিট আগেশেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। প্রায় দেড় বছর আগে নির্মাণকাজ শুরু হলেও গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজটিতে কোনো অগ্রগতি নেই; বরং কাজ শুরু...
৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ভোটকেন্দ্রে এই অভিযোগ ওঠে।
২৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তিনি অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার
১ ঘণ্টা আগে