বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এ ছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রী আসা-যাওয়া করছেন, তাঁদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এ ছাড়াও এমপক্সের যেসব লক্ষণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এ ধরনের লক্ষণ যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, ‘এমপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই যাত্রীদের কারও এমপক্স ভাইরাস আছে কি না, তা নির্ণয় করতে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি।’
এদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, হিলি সীমান্তসহ চেকপোস্টে ২০ বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকাভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। তেমনি এমপক্সের বিষয়েও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপক্স ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সতর্ক আছি। ইমিগ্রেশন চেকপোস্টে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।’
বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এ ছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রী আসা-যাওয়া করছেন, তাঁদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এ ছাড়াও এমপক্সের যেসব লক্ষণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এ ধরনের লক্ষণ যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, ‘এমপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই যাত্রীদের কারও এমপক্স ভাইরাস আছে কি না, তা নির্ণয় করতে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি।’
এদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, হিলি সীমান্তসহ চেকপোস্টে ২০ বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকাভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। তেমনি এমপক্সের বিষয়েও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপক্স ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সতর্ক আছি। ইমিগ্রেশন চেকপোস্টে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।’
মানববন্ধনে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা সাধারণ জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে ইলিশ রক্ষায় সহযোগিতা করেছি। অথচ কিছু প্রভাবশালী ট্রলিং ট্রলার মালিক প্রশাসনের নীরবতায় সাগরে অবৈধভাবে মাছ ধরছে এবং ইলিশের পোনা ধ্বংস করছে। এটা শুধু জেলেদের ক্ষতি নয়, এটি জাতীয় সম্পদের ওপরও বড় হুমকি।’ তিনি
২ মিনিট আগেক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেও ক্ষতি হবে। এতে মাঠপর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব...
১৭ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দাদার নাম শাবান আলী (৭৫)। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি মো. রানা (২৪) পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগেফরিদপুরের সালথায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হুসাইন (৪৭) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে