ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির মূল ফটকের সামনে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটের সামনে সমবেত হন।
এ সময় বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে একাধিকবার লিখিতভাবে জানালেও কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করেননি। এতে খনি কর্তৃপক্ষের কাছে ঘর-বাড়ি সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, ‘বৈগ্রাম-কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বরপাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট), পূর্ব জ্জবরপাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দুর্গাপুরসহ খনি এলাকার ১৩টি গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানিয়েছিলাম। কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। সে কারণে আমরা বারবার আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আগামী ২০ দিনের মধ্যে দাবি মেনে না নিলে খনি ঘেরাও করা হবে।’
৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে চাকরি দিতে হবে।
২. ক্ষতিগ্রস্ত এলাকার ১৩টি গ্রামের যেসব ঘরবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে, তাদেরকে দ্রুত পুনর্বাসন করতে হবে।
৩. ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করে দিতে হবে।
৪. ক্ষতিগ্রস্তদের এককালীন অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা দিতে হবে।
৫. ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পুনর্নিমার্ণ করে দিতে হবে।
৬. ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে, তাদের কয়লা উৎপাদন বোনাস ৫ শতাংশ দিতে হবে।
চৌহাটি গ্রামের মোছা. মোসলেমা বেগম, মালেকা বেগম বলেন, ‘খনির ভূগর্ভে মাইন বিস্ফোরণের সময় কম্পন সৃষ্টি হয়ে আমাদের বাড়িঘরে ফাটল ধরে ধ্বংস হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে পারি না। কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিলেও এখন আর দিচ্ছে না। এভাবে আমরা কীভাবে বাস করব?’
এ সময় উপস্থিত ছিলেন আল বিরোনী, রবিউল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. রবিউল ইসলাম মন্ডল, আল বেরনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরম্নজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির মূল ফটকের সামনে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটের সামনে সমবেত হন।
এ সময় বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে একাধিকবার লিখিতভাবে জানালেও কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করেননি। এতে খনি কর্তৃপক্ষের কাছে ঘর-বাড়ি সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, ‘বৈগ্রাম-কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বরপাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট), পূর্ব জ্জবরপাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দুর্গাপুরসহ খনি এলাকার ১৩টি গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানিয়েছিলাম। কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। সে কারণে আমরা বারবার আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আগামী ২০ দিনের মধ্যে দাবি মেনে না নিলে খনি ঘেরাও করা হবে।’
৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে চাকরি দিতে হবে।
২. ক্ষতিগ্রস্ত এলাকার ১৩টি গ্রামের যেসব ঘরবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে, তাদেরকে দ্রুত পুনর্বাসন করতে হবে।
৩. ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করে দিতে হবে।
৪. ক্ষতিগ্রস্তদের এককালীন অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা দিতে হবে।
৫. ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পুনর্নিমার্ণ করে দিতে হবে।
৬. ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে, তাদের কয়লা উৎপাদন বোনাস ৫ শতাংশ দিতে হবে।
চৌহাটি গ্রামের মোছা. মোসলেমা বেগম, মালেকা বেগম বলেন, ‘খনির ভূগর্ভে মাইন বিস্ফোরণের সময় কম্পন সৃষ্টি হয়ে আমাদের বাড়িঘরে ফাটল ধরে ধ্বংস হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে পারি না। কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিলেও এখন আর দিচ্ছে না। এভাবে আমরা কীভাবে বাস করব?’
এ সময় উপস্থিত ছিলেন আল বিরোনী, রবিউল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. রবিউল ইসলাম মন্ডল, আল বেরনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরম্নজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২৮ মিনিট আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
৩৭ মিনিট আগেঋণের বোঝা সামলাতে না পেরে আত্মগোপনে চলে যাওয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেবরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৬ ঘণ্টা আগে