Ajker Patrika

খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬: ১৭
খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

দিনাজপুরের খানসামায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে খানসামা উপজেলা সদরে ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাকির হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী ছিলেন।

 প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত