খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) সকাল ৬টার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রানা ইসলাম (১৫) ওই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
আজ সকালে রানার বাড়ির পাশে মোকছেদুলের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়, কিন্তু আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ওই পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখা যায়।
রানার বাবা ওবায়দুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্ত্রী বলেছিল, রানা গোসল করতে গেছে। বাড়ি না ফেরায় সারা রাত খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে পুকুরে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে বুকটা ছিঁড়ে গেল।’
এলাকাবাসী দাবি, যেই পুকুরে মরদেহ পাওয়া গেছে, সেখানে পানি ছিল কোমর সমান, আর রানা সাঁতার জানত। এ কারণে তারা এই মৃত্যুকে রহস্যজনক মনে করছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) সকাল ৬টার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রানা ইসলাম (১৫) ওই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
আজ সকালে রানার বাড়ির পাশে মোকছেদুলের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়, কিন্তু আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ওই পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখা যায়।
রানার বাবা ওবায়দুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্ত্রী বলেছিল, রানা গোসল করতে গেছে। বাড়ি না ফেরায় সারা রাত খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে পুকুরে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে বুকটা ছিঁড়ে গেল।’
এলাকাবাসী দাবি, যেই পুকুরে মরদেহ পাওয়া গেছে, সেখানে পানি ছিল কোমর সমান, আর রানা সাঁতার জানত। এ কারণে তারা এই মৃত্যুকে রহস্যজনক মনে করছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ভোটকেন্দ্রে এই অভিযোগ ওঠে।
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তিনি অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন মিলন আলী (৬০) ও আলম আলী (৫৫)। মিলন ও আলম সম্পর্কে আপন দুই ভাই। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
১ ঘণ্টা আগে