খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার চাঁদা আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেয় সিভিল সার্জন কার্যালয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ, কনসালট্যান্ট (অর্থোপেডিক) ডা. জাকির হোসেন ও জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান ও গলা) ডা. শীতল চন্দ্র পাহান।
তদন্ত কমিটির তিন সদস্য আজ শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কমিটির সদস্যরা চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে চাঁদা দাবি, না দিলে বেতন বন্ধসহ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে লিখিত জবাব নেন। তবে এ দিন ছুটিতে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহ।
হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্বাস্থ্য কর্মকর্তা ওবায়দুল্লাহর চাঁদা দাবির অভিযোগ নিয়ে ১২ সেপ্টেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর জেরে তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জন কার্যালয়।
কমিটির সদস্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ যাচাই করতে সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। সেই বক্তব্য সিভিল সার্জনের কাছে পেশ করা হবে। তিনি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদে অভিযোগ ছিল গত ১৩ জুলাই আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। তাঁর এই সফরের খরচ মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকিয়ে রাখার ভয় দেখান তিনি।
এ সংবাদ প্রকাশের পর গত ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন।
দিনাজপুরের খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার চাঁদা আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেয় সিভিল সার্জন কার্যালয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ, কনসালট্যান্ট (অর্থোপেডিক) ডা. জাকির হোসেন ও জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান ও গলা) ডা. শীতল চন্দ্র পাহান।
তদন্ত কমিটির তিন সদস্য আজ শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কমিটির সদস্যরা চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে চাঁদা দাবি, না দিলে বেতন বন্ধসহ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে লিখিত জবাব নেন। তবে এ দিন ছুটিতে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহ।
হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্বাস্থ্য কর্মকর্তা ওবায়দুল্লাহর চাঁদা দাবির অভিযোগ নিয়ে ১২ সেপ্টেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর জেরে তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জন কার্যালয়।
কমিটির সদস্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ যাচাই করতে সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। সেই বক্তব্য সিভিল সার্জনের কাছে পেশ করা হবে। তিনি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদে অভিযোগ ছিল গত ১৩ জুলাই আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। তাঁর এই সফরের খরচ মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকিয়ে রাখার ভয় দেখান তিনি।
এ সংবাদ প্রকাশের পর গত ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন।
পাঁচ দিনের রিমান্ড শেষে অপূর্বকে আজ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা
২৫ মিনিট আগেপুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই বাসার সিঁড়িতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগেশেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
১ ঘণ্টা আগে