খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দিনাজপুরের খানসামা উপজেলার রামনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষকেরা।
অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে নুরবানু বেগম অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করছেন। এ অবস্থায় ২০২২ সালের এপ্রিল মাসে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে তাঁর স্বামীকে সভাপতি বানিয়ে নিয়মিত কমিটির জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু অভিভাবকদের আপত্তির মুখে তা অনুমোদন হয়নি। কেন এই কমিটি অনুমোদন হলো না, তা জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর নিকটাত্মীয় এক অভিভাবককে দিয়ে আদালতে মামলা করালে সেটি খারিজ হয়। এমন জটিলতায় বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটি না থাকায় গত আগস্ট মাস থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।
রামনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ কুমার দাস বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদাসীনতা ও অদক্ষতায় স্কুলটির শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এতে অভিভাবকেরা যেমন স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তেমনি ছয় মাস ধরে বেতন বন্ধ থাকায় আমরাও চরম বিপদে পড়েছি।’
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানু বেগম বলেন, ‘শিক্ষকেরা আমার স্বাক্ষরে বেতন নেবেন না বলে জানিয়েছেন। ইউএনও মহোদয় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরে দ্রুত তাঁদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই সপ্তাহেই বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা। এরই মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলা হয়েছে।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ সত্যিই দুঃখজনক বিষয়। দ্রুত সময়ে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছি।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দিনাজপুরের খানসামা উপজেলার রামনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষকেরা।
অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে নুরবানু বেগম অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করছেন। এ অবস্থায় ২০২২ সালের এপ্রিল মাসে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে তাঁর স্বামীকে সভাপতি বানিয়ে নিয়মিত কমিটির জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু অভিভাবকদের আপত্তির মুখে তা অনুমোদন হয়নি। কেন এই কমিটি অনুমোদন হলো না, তা জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর নিকটাত্মীয় এক অভিভাবককে দিয়ে আদালতে মামলা করালে সেটি খারিজ হয়। এমন জটিলতায় বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটি না থাকায় গত আগস্ট মাস থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।
রামনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ কুমার দাস বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদাসীনতা ও অদক্ষতায় স্কুলটির শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এতে অভিভাবকেরা যেমন স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তেমনি ছয় মাস ধরে বেতন বন্ধ থাকায় আমরাও চরম বিপদে পড়েছি।’
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানু বেগম বলেন, ‘শিক্ষকেরা আমার স্বাক্ষরে বেতন নেবেন না বলে জানিয়েছেন। ইউএনও মহোদয় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরে দ্রুত তাঁদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই সপ্তাহেই বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা। এরই মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলা হয়েছে।’
ইউএনও রাশিদা আক্তার বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ সত্যিই দুঃখজনক বিষয়। দ্রুত সময়ে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছি।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
৭ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১০ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৩ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২৫ মিনিট আগে