ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুরের রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) এবং জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। তাঁরা দুজন বন্ধু ছিলেন। মোটরসাইকেলের চালক মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করতেন এবং অন্যজন সাজু অন্য কাজ করতেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু ঢাকায় থাকেন। মোতালেব একজন বাইক রাইডার ও সাজু অন্য কাজ করতেন। তাঁরা দুজন ঈদ করতে বাড়িতে এসেছিলেন। আজ ভোরে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে প্লাস্টিকের ঝুড়িবোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক মোতালেব হোসেন ও তাঁর বন্ধু সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত সাজুর চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, তাঁরা দুই বন্ধু ঢাকায় থাকতেন ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুরের রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) এবং জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। তাঁরা দুজন বন্ধু ছিলেন। মোটরসাইকেলের চালক মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করতেন এবং অন্যজন সাজু অন্য কাজ করতেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু ঢাকায় থাকেন। মোতালেব একজন বাইক রাইডার ও সাজু অন্য কাজ করতেন। তাঁরা দুজন ঈদ করতে বাড়িতে এসেছিলেন। আজ ভোরে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে প্লাস্টিকের ঝুড়িবোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক মোতালেব হোসেন ও তাঁর বন্ধু সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত সাজুর চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, তাঁরা দুই বন্ধু ঢাকায় থাকতেন ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
১ ঘণ্টা আগেরাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারপরও যদি প্রয়োজন হয়, আহ্বান করলে সেনাবাহিনীও আসবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ‘দেওয়ান প্লাজা’ নামের ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরহাদ উদ্দিনের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর...
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল হক ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
২ ঘণ্টা আগে