বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় ডাবরা জিনেশ্বরী গ্রামের দুলাল হোসেন (৪৮) তার শ্লীলতাহানি করে। ওই সময় লোকজন এসে পড়লে দুলাল পাশের ভুট্টাখেতে নেমে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আলম জানান, মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানালে তাঁরা দুলালকে খুঁজে বের করে মাদ্রাসায় আটকে রাখেন। পরে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক মাদ্রাসায় ঢুকে দুলালকে সেখান থেকে বের করে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আইয়ুবের দোকানে নিয়ে যান। থানায় খবর দেওয়া হলে বীরগঞ্জ থানার এসআই দেবাশীষ রায়সহ পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিতে গেলে রুবেলের নেতৃত্বে ক্ষুব্ধ লোকজন পুলিশের সামনেই দুলালকে মারধর করে এবং মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে ঘোরানোর দাবি জানায়। পুলিশ আইনি পদক্ষেপের পরামর্শ দিলে তারা পুলিশ ও ইউপি সদস্য আইয়ুবকে তাঁর ঘরে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিকেল ৪টায় থানায় নিয়ে আসে। আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।
ইউপি সদস্য আবু তাহের আইয়ুব বলেন, ‘আমি আইন হাতে তুলে নিতে দিইনি বলে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকানে আমাকে ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে।’
অপর দিকে একই দিন দুপুরে উপজেলায় ঘরজামাই থাকা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার হাঁড়িভাঙ্গাপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫০) আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির এক স্বজন দেখে ফেলেন। রাতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গেলে সেখানেও দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন আজ শুক্রবার জানান, ধর্ষণচেষ্টা ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। র্ধষণচেষ্টা মামলার দুই আসামি দুলাল হোসেন ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় ডাবরা জিনেশ্বরী গ্রামের দুলাল হোসেন (৪৮) তার শ্লীলতাহানি করে। ওই সময় লোকজন এসে পড়লে দুলাল পাশের ভুট্টাখেতে নেমে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আলম জানান, মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানালে তাঁরা দুলালকে খুঁজে বের করে মাদ্রাসায় আটকে রাখেন। পরে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক মাদ্রাসায় ঢুকে দুলালকে সেখান থেকে বের করে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আইয়ুবের দোকানে নিয়ে যান। থানায় খবর দেওয়া হলে বীরগঞ্জ থানার এসআই দেবাশীষ রায়সহ পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিতে গেলে রুবেলের নেতৃত্বে ক্ষুব্ধ লোকজন পুলিশের সামনেই দুলালকে মারধর করে এবং মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে ঘোরানোর দাবি জানায়। পুলিশ আইনি পদক্ষেপের পরামর্শ দিলে তারা পুলিশ ও ইউপি সদস্য আইয়ুবকে তাঁর ঘরে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে বিকেল ৪টায় থানায় নিয়ে আসে। আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।
ইউপি সদস্য আবু তাহের আইয়ুব বলেন, ‘আমি আইন হাতে তুলে নিতে দিইনি বলে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকানে আমাকে ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে।’
অপর দিকে একই দিন দুপুরে উপজেলায় ঘরজামাই থাকা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার হাঁড়িভাঙ্গাপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫০) আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির এক স্বজন দেখে ফেলেন। রাতে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গেলে সেখানেও দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন আজ শুক্রবার জানান, ধর্ষণচেষ্টা ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। র্ধষণচেষ্টা মামলার দুই আসামি দুলাল হোসেন ও মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকচালক আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ দ্বীন ইসলাম ওরফে ডালিমকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দাউদকান্দি মডেল থানা-পুলিশের সহযোগিতায় র্যাব সদস্যরা ঢাকার বনানী থানার কাকলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪৩ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
২ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
২ ঘণ্টা আগে