নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দখলে নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়।
এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বরের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করে।
পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক রেখে চলে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ মিরপুরের বেনারসি পল্লি, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর-৬ নম্বর, আল-হেলাল হাসপাতাল সড়ক ছড়িয়ে পর।
একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা টি-শার্ট ও মাথায় হেলমেট দেখা গেছে।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে। আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও দেখা গেছে সকাল থেকেই।
আরও খবর পড়ুন:
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দখলে নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়।
এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বরের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করে।
পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক রেখে চলে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ মিরপুরের বেনারসি পল্লি, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর-৬ নম্বর, আল-হেলাল হাসপাতাল সড়ক ছড়িয়ে পর।
একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা টি-শার্ট ও মাথায় হেলমেট দেখা গেছে।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে। আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও দেখা গেছে সকাল থেকেই।
আরও খবর পড়ুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৩ মিনিট আগেঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের লাশ তাঁর রাজশাহীর বাসায় পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাঁর লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি
১৭ মিনিট আগেসংশ্লিষ্ট আদালতের দপ্তর সূত্রে জানা গেছে, তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও অন্য তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে
৩০ মিনিট আগে