Ajker Patrika

যাত্রাবাড়ীতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে অটোরিকশাযাত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৪: ৪৯
Thumbnail image

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় তাপপ্রবাহে অসুস্থ হয়ে সিএনজিচালিত এক অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, কাজলা থেকে ছাগল কিনে সিএনজি অটোরিকশাযোগে কারওয়ান বাজারে নিজ দোকানে যাওয়ার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন গোশত বিক্রেতা মো. সেলিম (৫৫)। অসুস্থ অবস্থায় অটোরিকশাচালক তাঁকে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোচালক মো. রুবেল বলেন, সেলিম পেশায় মাংস ব্যবসায়ী। সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা ভাড়া করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছাগল কিনতে যান। ছাগল কিনে যাত্রাবাড়ীর বিবির বাগিচায় বাসার সামনে যান। সেখানে তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় করে ছাগল নিয়ে কারওয়ান বাজারের দিকে কাজলা ব্রিজের ওপরে এসে অচেতন হয়ে পড়েন। 

অটোচালক আরও বলেন, অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে এমনটা হয়েছে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত