নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ১০ মামলায় জামিনের আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক পৃথকভাবে এই আবেদনগুলো করা হয়। মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আবেদনগুলো করেন।
জয়নুল আবেদীন নিজেই আবেদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের করা ছয় মামলা ও রমনা থানায় মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা চার মামলায় জামিনের আবেদন করা হয়েছে।
বিএনপি মহাসচিবের আইনজীবী জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ছয়টি মামলা ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে চারটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় রাষ্ট্রপক্ষ বা মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার দেখাননি। তারপরও তাঁর পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার প্রতিটিতেই মির্জা ফখরুলের নাম রয়েছে। জানা গেছে, পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলা, পুলিশের অস্ত্র ছিনতাই ও রমনা এলাকার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন। ২৯ অক্টোবর গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন নামঞ্জুর করার পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হলে সেখানেও জামিন নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট ৭ ডিসেম্বর কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ১০ মামলায় জামিনের আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক পৃথকভাবে এই আবেদনগুলো করা হয়। মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আবেদনগুলো করেন।
জয়নুল আবেদীন নিজেই আবেদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের করা ছয় মামলা ও রমনা থানায় মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা চার মামলায় জামিনের আবেদন করা হয়েছে।
বিএনপি মহাসচিবের আইনজীবী জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ছয়টি মামলা ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে চারটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় রাষ্ট্রপক্ষ বা মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার দেখাননি। তারপরও তাঁর পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার প্রতিটিতেই মির্জা ফখরুলের নাম রয়েছে। জানা গেছে, পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলা, পুলিশের অস্ত্র ছিনতাই ও রমনা এলাকার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন। ২৯ অক্টোবর গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন নামঞ্জুর করার পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হলে সেখানেও জামিন নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট ৭ ডিসেম্বর কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ। আজ রোববার (১৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমরান হোসেন বেতগাড়ি এলাকার লইমুদ্দিনের ছেলে।
৩ মিনিট আগেহবিগঞ্জ শহরে অবৈধভাবে চালানো নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারী ও মালিকের ছেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সদর আধুনিক হাসপাতালসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ...
৬ মিনিট আগেসদরপুর থানায় হামলা ও অস্ত্র লুটের মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে