নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিপণের টাকার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করেন প্রতিবেশী মকবুল হোসেন মুকুল। একপর্যায়ে মুকুলকে চিনে ফেলে তাওহীদ। এরপর মুক্তিপণের টাকা আদায়ের করে তাকে শ্বাসরোধে হত্যা করেন মকবুল।
ঘটনার এক দিন পর গতকাল রোববার রাতে মুক্তিপণের টাকাসহ মুকুলকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভুক্তভোগীর পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তাওহীদের বাবা একজন সৌদিপ্রবাসী। বাবা প্রবাসী হওয়ায় শুধু মুক্তিপণের আশায় ছয় মাসের চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাওহীদকে অপহরণ ও হত্যা করেন মুকুল।’
র্যাবের মুখপাত্র বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে ছাত্র তাওহীদ নিখোঁজ হয়। এরপর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাতে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, তিনি তাওহীদকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। তাওহীদের পরিবারের কাছে থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এদিকে আগেই শিশু তাওহীদ মুকুলকে চিনে ফেলায় তিনি নিজের নিরাপত্তা জন্য তাওহীদকে শ্বাসরোধে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখেন।’
এক প্রশ্নের জবাবে মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মুকুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র্যাব। তবে এই ধরনের ইউনিক অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি, তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটা মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি।’
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
মুক্তিপণের টাকার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করেন প্রতিবেশী মকবুল হোসেন মুকুল। একপর্যায়ে মুকুলকে চিনে ফেলে তাওহীদ। এরপর মুক্তিপণের টাকা আদায়ের করে তাকে শ্বাসরোধে হত্যা করেন মকবুল।
ঘটনার এক দিন পর গতকাল রোববার রাতে মুক্তিপণের টাকাসহ মুকুলকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভুক্তভোগীর পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তাওহীদের বাবা একজন সৌদিপ্রবাসী। বাবা প্রবাসী হওয়ায় শুধু মুক্তিপণের আশায় ছয় মাসের চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাওহীদকে অপহরণ ও হত্যা করেন মুকুল।’
র্যাবের মুখপাত্র বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে ছাত্র তাওহীদ নিখোঁজ হয়। এরপর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাতে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, তিনি তাওহীদকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। তাওহীদের পরিবারের কাছে থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এদিকে আগেই শিশু তাওহীদ মুকুলকে চিনে ফেলায় তিনি নিজের নিরাপত্তা জন্য তাওহীদকে শ্বাসরোধে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখেন।’
এক প্রশ্নের জবাবে মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মুকুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র্যাব। তবে এই ধরনের ইউনিক অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি, তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটা মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি।’
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৫ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৬ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৬ ঘণ্টা আগে