Ajker Patrika

ডিএমপির ১৪ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির ১৪ থানায় নতুন ওসি

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানাতেও হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পরিবর্তন। ডিএমপির ৫০ থানার সবগুলো থানার ওসিকেই সরিয়ে দেওয়া হয়েছিল চলতি সপ্তাহে। এবার ১৪টি থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাঁদের পদায়ন করা হয়। 

মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, মুহাম্মদ আজাহারুল ইসলামকে শাহবাগ থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ডিএমপির ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ডিএমপির ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ, ডিএমপির সব থানার ওসিই বদলি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত