Ajker Patrika

লকডাউনে বদলেছে পুরান ঢাকার চিত্র

জবি প্রতিনিধি
লকডাউনে বদলেছে পুরান ঢাকার চিত্র

ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় প্রতিদিন মানুষের ছোটাছুটি, অলিতে-গলিতে রিকশার টুংটাং শব্দ সব মিলিয়ে মহাব্যস্ত থাকে এই এলাকা। আজ সকাল থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। লকডাউনের শুরুর দিনে সুনসান নীরবতা বিরাজ করছে পুরান ঢাকার বংশাল, সদরঘাট, লক্ষ্মীবাজার, গেন্ডারিয়া ও ওয়ারী এলাকায়। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বৃষ্টি হওয়ায় মানুষজন তেমন রাস্তায় বের হয়নি। তবে দুপুরের পর থেকে সড়কে মানুষজন বাড়ছে। রাস্তায় মাঝে মাঝে হাতেগোনা কয়েকটা বাইক ও রিকশা চলতে দেখা গেছে। দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিভিন্ন অলিগলিতে মুদি দোকান, চা-নাশতার দোকান খোলা থাকতে দেখা গেছে। 

বিভিন্ন অলি-গলির মোড়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।

রিকশাচালক কামাল বলেন, আর বইলেন না ভাই, মেইন রোড়ে কোন যাত্রী নাই আজকে। অলিগলিতে কয়েকজন পেলেও ব্যারিকেডের জন্য ঢুকতে পারছি না। পুলিশের কারণে কোথাও ঠিকমতো দাঁড়াতেও পারি না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, 'আমার বাসা শাহজাহানপুর কিন্তু রিকশায় করে সদরঘাট আসতে হয়েছে। সকাল থেকে বৃষ্টির কারণে রিকশা পাইনি, চালকরাও ভাড়া চাচ্ছে বেশি। এখন বাসায় যাব রিকশাচালকরা তিনগুন বেশি ভাড়া চাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত