Ajker Patrika

১২ ঘণ্টা পর ঢাকা ছাড়ল পঞ্চগড় এক্সপ্রেস 

তৌফিকুল ইসলাম, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৫: ৪৭
১২ ঘণ্টা পর ঢাকা ছাড়ল পঞ্চগড় এক্সপ্রেস 

রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে যেকোনো মূল্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। কিন্তু উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল চরম বিপর্যয় হয়েছে আজ। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা বিলম্বে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস। যদিও ট্রেনটি ছাড়ার কথা ছিল শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে। উত্তরাঞ্চলের সব ট্রেনই বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। 

কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, ঈদের এক দিন আগে বাড়ি ফিরতে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ার কারণে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকেই গতকাল রাত থেকেই অপেক্ষা করছেন ট্রেনের জন্য। ট্রেনে বাড়ি ফিরতে যাত্রীদের এবার দুর্দশার শেষ নেই। আজও ট্রেনের ভেতর-বাইরে, ইঞ্জিনে, বাফারে সব জায়গায় যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে বাড়ি ফেরার জন্য। কিন্তু শেষ মুহূর্তে ট্রেনের ছাদ থেকে সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে। 

এদিকে ট্রেনে ভোগান্তির বিষয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফাহিমা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাত ৮টার সময় কমলাপুর রেলস্টেশনে এসেছি উত্তরা থেকে। গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি যথাসময়ে ছাড়েনি। কাল রাত থেকে স্টেশনে বসে অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে। রাতে মশার কামড় খেয়ে কমলাপুরে অপেক্ষা করেছি। এ রকম অভিজ্ঞতা আমার জীবনেও হয়নি। ঈদের সময় যাত্রীদের এ রকম ব্যবস্থাপনার চেয়ে ট্রেন বন্ধ করে দেওয়া ভালো। এতে আমাদের কষ্ট করতে হতো না।’ 

ওই ট্রেনের আরেক যাত্রী আমিনুল ইসলাম সুমন বলেন, ‘গতকাল রাত থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ৫ বার সময় পরিবর্তন করে সকাল সাড়ে ১০টার দিকে ছেড়ে যাওয়ার সময় দিয়েছিল। কিন্তু আমাদের যে কী পরিমাণ কষ্ট হয়েছে, এটা আসলেই বলার মতো কোনো ভাষা নেই। কর্তৃপক্ষ বারবার সময় পরিবর্তন করে কিন্তু সময়মতো ট্রেন ছাড়ে না। টাকা দিয়ে টিকিট কেটে এটা কী ধরনের সার্ভিস দিল রেলওয়ে।’ 

এদিকে ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা ছিল, ছেড়ে গেছে সকাল ৮টায়। নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়বে দুপুর ৩টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে সকাল ১১টায়। সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল, ট্রেনটি ছাড়বে ১১টা ২০ মিনিটে। একতা এক্সপ্রেস সকাল ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও কখন ছাড়বে তার সময় দেওয়া হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। এদিকে গতকাল রাত সাড়ে ১০টায় দ্রুতযান এক্সপ্রেস ছাড়ার সময় দেওয়া ছিল কিন্তু ট্রেনটি শুক্রবার সকাল ৭টায় ছেড়ে গেছে। 

সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সমস্যা হওয়ার কারণে ট্রেনটি আসতে বিলম্ব হয়েছে। ফলে ঢাকা থেকে ছাড়তেও ট্রেনটির বিলম্ব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত