Ajker Patrika

পাইলট নিয়োগে অনিয়ম, তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাইলট নিয়োগে অনিয়ম, তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। 

এ জন্য তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছেন আদালত। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সিভিল অ্যাভিয়েশন ও বিমানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে। 

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরে সংক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। এতে কোনো ব্যবস্থা না নিলে জনস্বার্থে রিট করি।’ 

২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে চলতি বছরের শুরুর দিকে এসব পাইলটদের নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত