Ajker Patrika

ভাটারায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি-হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রেপ্তার আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। ছবি: আজকের পত্রিকা।
গ্রেপ্তার আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ও হুমকির ঘটনায় আলোচিত আসামি আলিনুর পাভেল ওরফে পাভেলকে (৩২) গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, গত ১ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে একটি প্রাইভেটকারযোগে ১০-১২ জনের একটি দল জোয়ার সাহারার খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও অশ্রাব্য গালিগালাজ শুরু করে। এ সময় তাঁরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেইট লাথি মেরে ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রাজু বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেন।

ডিবি জানায়, তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে ডিবি। ফুটেজে অস্ত্র হাতে পাভেলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাভেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত