Ajker Patrika

ডিআরইউর সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৯: ২৫
ডিআরইউর সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানীর চেয়ে তিনি দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৮০১। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তাঁর প্রাপ্ত ভোট ৫৪৫।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সহসভাপতি পদে গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী, প্রচার সম্পাদক পদে মিজান চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

উল্লেখ্য, ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত