Ajker Patrika

রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২২, ১৭: ০২
রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

নিহত ওই ব্যক্তির নাম রইস উদ্দিন (৪৬)। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারিকান্দি গ্রামে। তাঁর বাবার নাম মোকসুদ আলী। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিরঝিল থানাধীন রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে পড়ে যান ওই ব্যক্তি। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এসআই মিনহাজ উদ্দিন জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। 

রইস উদ্দিনের স্ত্রীর বড় ভাই মো. একরামুল হক জানান, রইস উদ্দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার ছিলেন। তিনি স্ত্রী ইসমত আরা ও তিন সন্তান নিয়ে রামপুরা বনশ্রীর ১ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত