Ajker Patrika

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাঁর পক্ষে করা আপিল মঞ্জুর করে বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ আজ সোমবার এই রায় দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন—আইনজীবী মোহাম্মদ পারভেজ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ।

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে ২০১০ সালে ওই মামলা করেছিল দুদক। বিচার শেষে ওই মামলায় ২০১৫ সালে মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। পরে হাইকোর্টে আপিল করেন তিনি।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য গোপনের কোনো প্রমাণ পাননি বলে প্রতিবেদন দিয়েছেন। তিনি মামলা করার কোনো উপাদান না পাওয়ার কথা বলেছেন তাঁর প্রতিবেদনে। পরে অন্য এক কর্মকর্তা মামলা করেছেন। আর বিচারিক আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে সাক্ষীও করা হয়নি। অনুসন্ধানকারী কর্মকর্তা হাইকোর্টে এসে সাক্ষ্য দিয়েছেন। হাইকোর্ট সবকিছু আমলে নিয়ে মাহমুদুর রহমানকে খালাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত