Ajker Patrika

উড়োজাহাজ অবতরণের সময় পা ভাঙল বিমানের কেবিন ক্রুর

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৬: ০৪
Thumbnail image

উড়োজাহাজ অবতরণের সময় অসাবধানতায় পড়ে গিয়ে পা ভেঙেছে কেবিন ক্রুর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেপালগামী একটি ফ্লাইট অবতরণের সময় গতকাল এ ঘটনা ঘটে ।

গতকাল মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। আহত ক্রুর নাম সাইয়েদা নাজনীন সানজানা। বিমানের ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন রিয়াসাত ও ফার্স্ট অফিসার রওনক।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে কিছুটা ঝাঁকুনি দিচ্ছিল। ক্যাপ্টেন সবাইকে সিটবেল্ট বেঁধে বসতে বলেন। সে সময় কেবিন ক্রু একজন যাত্রীর সিটবেল্ট বাঁধায় সহযোগিতা করছিলেন। ঝাঁকুনির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন। ফ্লাইট অবতরণের পর চিকিৎসকেরা জানান, তাঁর পা ভেঙে গেছে। তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, উড়োজাহাজ অবতরণের সময় একজন কেবিন ক্রু সঠিক অবস্থান না নেওয়ায় পড়ে গিয়ে আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত