গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের গাছা থানা এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে অফিসে আটকে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় নারী ও পুরুষসহ ২৭ জন ভুক্তভোগী জিম্মিকে উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজারের সরিবপুর এলাকায় বেস্ট অ্যাকশন সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের অফিসে এ অভিযান পরিচালনা করে র্যাব-১।
গ্রেপ্তারেরা হলেন—মো. আস্তাকুল আমিন আনাম (৩০), মো. তৌফিক (২৪), মো. ইমরান হোসেন (১৯), মো. জুনায়েদ (২১), মো. রনি আহমেদ (২১), সালাউদ্দিন সরকার (২০), মো. জিসান হোসেন (২১), মো. রায়হান (১৮), মো. আতিক হাসান (১৯), আজিজুল হাকিম (২৩), সম্পা আক্তার (২৪), মোছা. বিউটি খাতুন (২১), বর্ষা খাতুন (১৯) ও তাহসিন আক্তার মীম (২০)।
অভিযান শেষে রাত ১০টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের প্রতিষ্ঠানের অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি দেখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হোসেন ও তাঁর পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি উভয়েই চাকরির প্রত্যাশায় উক্ত কোম্পানিতে আসেন। পরে কোম্পানির লোকেরা তাদের আটক করে শারীরিকভাবে নির্যাতন করে। সেই নির্যাতনের ভিডিও সাকিবের বাবার মোবাইলে পাঠায়। পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
টাকা না পেলে নির্যাতন ও ব্ল্যাকমেলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেবে বলে হুমকি দেয়। পরে এ বিষয়ে সাকিবের বাবা গত ২০ মার্চ ছেলেকে উদ্ধারের জন্য গাজীপুর র্যাব-১ স্পেশালাইজড কোম্পানিতে আইনি সহায়তার আবেদন করেন। এরপরেই গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ভুক্তভোগী সাকিবসহ ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেপ্তারেরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন সময়ে বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক প্রতিষ্ঠান এবং তাঁদের ব্যবহৃত একাধিক মোবাইলের মাধ্যমে অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। চক্রটি প্রায় ৩ মাস ধরে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারেরা চাকরি প্রত্যাশীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও চক্রটির স্থায়ীভাবে কোনো অফিস ছিল না বিধায় গ্রেপ্তার আসামিরা গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রশিদ মার্কেট এলাকায় ভাড়া বাসাকে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করছিল। আত্মগোপনের জন্য তারা প্রায়শই নিজেদের মোবাইল নম্বর বন্ধ রেখে নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করত।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এমন ২৭ জনকে পেয়েছি যাদের সঙ্গে একইভাবে প্রতারণা করা হয়েছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাকিবকে নির্যাতন করা হয়েছে। এমন কী তার শ্লীলতাহানি করে সামাজিকভাবে অপদস্থ করার ব্যবস্থা করার চেষ্টা করছিল। আমরা এখানে ৪-৫ শতাধিক মানুষের আবেদন ফরম পূরণ করা অবস্থায় পেয়েছি। প্রতিটি ফরম পূরণ বাবদ তারা ৬০০ টাকা করে নিয়েছে। এরপর নিরাপত্তা কর্মী হিসেবে ও মার্কেটিং অফিসার হিসেবে চাকরি পেতে ১৫ হাজার টাকা করে নিত। এই সকল মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন জানান, গ্রেপ্তার ১৪ জন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতারণায় জড়িত। তারা তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রতারণা শুরু করে। এই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করত।
অপর এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, ‘এই প্রতিষ্ঠানের ভেতরে আমরা একটি টর্চার সেল পেয়েছি। যেখানে চাকরি প্রার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত চাইলে তাদের এই রুমে নিয়ে নির্যাতন করা হতো। এই টর্চার সেলে দেশীয় অস্ত্র, ইলেকট্রনিক সর্ট দেওয়ার ক্যাবল, লাঠিসোঁটা পাওয়া গেছে।’
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা বিভিন্ন প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের গাছা থানা এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে অফিসে আটকে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় নারী ও পুরুষসহ ২৭ জন ভুক্তভোগী জিম্মিকে উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজারের সরিবপুর এলাকায় বেস্ট অ্যাকশন সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের অফিসে এ অভিযান পরিচালনা করে র্যাব-১।
গ্রেপ্তারেরা হলেন—মো. আস্তাকুল আমিন আনাম (৩০), মো. তৌফিক (২৪), মো. ইমরান হোসেন (১৯), মো. জুনায়েদ (২১), মো. রনি আহমেদ (২১), সালাউদ্দিন সরকার (২০), মো. জিসান হোসেন (২১), মো. রায়হান (১৮), মো. আতিক হাসান (১৯), আজিজুল হাকিম (২৩), সম্পা আক্তার (২৪), মোছা. বিউটি খাতুন (২১), বর্ষা খাতুন (১৯) ও তাহসিন আক্তার মীম (২০)।
অভিযান শেষে রাত ১০টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের প্রতিষ্ঠানের অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি দেখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হোসেন ও তাঁর পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি উভয়েই চাকরির প্রত্যাশায় উক্ত কোম্পানিতে আসেন। পরে কোম্পানির লোকেরা তাদের আটক করে শারীরিকভাবে নির্যাতন করে। সেই নির্যাতনের ভিডিও সাকিবের বাবার মোবাইলে পাঠায়। পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
টাকা না পেলে নির্যাতন ও ব্ল্যাকমেলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেবে বলে হুমকি দেয়। পরে এ বিষয়ে সাকিবের বাবা গত ২০ মার্চ ছেলেকে উদ্ধারের জন্য গাজীপুর র্যাব-১ স্পেশালাইজড কোম্পানিতে আইনি সহায়তার আবেদন করেন। এরপরেই গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ভুক্তভোগী সাকিবসহ ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেপ্তারেরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন সময়ে বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক প্রতিষ্ঠান এবং তাঁদের ব্যবহৃত একাধিক মোবাইলের মাধ্যমে অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। চক্রটি প্রায় ৩ মাস ধরে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারেরা চাকরি প্রত্যাশীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও চক্রটির স্থায়ীভাবে কোনো অফিস ছিল না বিধায় গ্রেপ্তার আসামিরা গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রশিদ মার্কেট এলাকায় ভাড়া বাসাকে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করছিল। আত্মগোপনের জন্য তারা প্রায়শই নিজেদের মোবাইল নম্বর বন্ধ রেখে নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করত।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এমন ২৭ জনকে পেয়েছি যাদের সঙ্গে একইভাবে প্রতারণা করা হয়েছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাকিবকে নির্যাতন করা হয়েছে। এমন কী তার শ্লীলতাহানি করে সামাজিকভাবে অপদস্থ করার ব্যবস্থা করার চেষ্টা করছিল। আমরা এখানে ৪-৫ শতাধিক মানুষের আবেদন ফরম পূরণ করা অবস্থায় পেয়েছি। প্রতিটি ফরম পূরণ বাবদ তারা ৬০০ টাকা করে নিয়েছে। এরপর নিরাপত্তা কর্মী হিসেবে ও মার্কেটিং অফিসার হিসেবে চাকরি পেতে ১৫ হাজার টাকা করে নিত। এই সকল মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন জানান, গ্রেপ্তার ১৪ জন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতারণায় জড়িত। তারা তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রতারণা শুরু করে। এই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করত।
অপর এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, ‘এই প্রতিষ্ঠানের ভেতরে আমরা একটি টর্চার সেল পেয়েছি। যেখানে চাকরি প্রার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত চাইলে তাদের এই রুমে নিয়ে নির্যাতন করা হতো। এই টর্চার সেলে দেশীয় অস্ত্র, ইলেকট্রনিক সর্ট দেওয়ার ক্যাবল, লাঠিসোঁটা পাওয়া গেছে।’
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা বিভিন্ন প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নোমান আলী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবি আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে। পাহাড়িদের প্রধানতম এই সামাজিক ও ধর্মীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জান
৪ মিনিট আগেচৈত্রের দাবদাহ আর অনাবৃষ্টিতে নীলফামারীতে দেখা দিয়েছে খাবার পানি ও সেচসংকট। অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে। সেচপাম্পের অগভীর নলকূপে কাঙ্ক্ষিত পরিমাণ পানি উত্তোলন না হওয়ায় বোরো খেতে সময়মতো সেচ দিতে পারছেন না কৃষকেরা।
৭ মিনিট আগেভুক্তভোগী জিয়াউল হক রুবেল বলেন, এসব বাড়িতে বসবাসকারী সবাই চাকরিজীবী। ঈদের ছুটিতে তাঁরা গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে চোর চক্র ঘরে ঢুকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে। ছুটি শেষে বাড়ি ফিরে তাঁরা বিষয়টি টের পান। তাঁর ঘর থেকে নগদ ১২ হাজার টাকা এবং তিনটি আংটি নিয়েছে চোর চক্র।
৯ মিনিট আগে