Ajker Patrika

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেন সাবেক দুই এমপি

অনলাইন ডেস্ক
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় তাঁরা এই স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, দুপুরের পর দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার পর শুনানির জন্য তাঁদের আদালতে তোলা হয়। আদালতে নেওয়ার সময় মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

উৎসুক জনতা ও আইনজীবীদের উদ্দেশ্যে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবার আসবেন।’

গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চকবাজারের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক মো. রাকিব হাওলাদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু অন্য আসামির জামিন শুনানির জন্য মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড শুনানি হয়নি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এদিকে শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আলী আজম মুকুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মো. আল আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আলী আজম মুকুলকে গ্রেপ্তার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আদালতে নেওয়ার সময় সাবেক দুই সংসদ সদস্য ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। অ্যাডভোকেট মো. সোহেল বলেন, ‘গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা স্লোগান দিয়েছেন। বিষয়টি উৎসুক লোকজন বেশ উপভোগ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত