Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২১: ১৪
বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জিগাতলায় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিয়াজ (২৩)। 

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

নিহত রিয়াজের ভাই রেজাউল করিম জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বাবার নাম মাহমুদুল হক। রিয়াজ বরিশাল মুলাদি সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ঢাকায় হাজারীবাগ সেকশন এলাকায় খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। নিউমার্কেট এলাকায় তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন।

রেজাউল করিম বলেন, রিয়াজ গ্রামের কলেজে শুধু পরীক্ষার সময় আসতরন। পরীক্ষা দিয়ে ঢাকায় চলে যেতরন। ঢাকায় সেকশনে খালার বাসায় তিন-চার বছর ধরে থাকতেন এবং দোকানে চাকরি করতেন। ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত