ঢামেক প্রতিবেদক
রাজধানীর শাহজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে বাসায় এসে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর নাম মিম আক্তার (১৬)।
আজ শনিবার বিকেলে শাহজাহানপুর শহীদবাগ মসজিদ গলির বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মিম শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণঝড়া গ্রামের মো. ইউসুফ আলী ও আমেনা বেগম দম্পতির মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে বড়। সে শাহজাহানপুর রেলওয়ে সরকারি হাই স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছে। সামনের সপ্তাহে তার রেজাল্ট বের হওয়ার কথা।
হাসপাতালে মিমের মা আমেনা বেগম বলেন, তারা শাহজাহানপুর শহীদবাগের ওই বাসায় থাকেন। দুই মাস আগে মিম প্রেমের সম্পর্কে নিজে নিজেই শান্ত নামে এক যুবককে বিয়ে করে। বিয়ের পর স্বামীর সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে থাকা শুরু করে। তবে বিয়ের পর স্বামীর বিভিন্ন দোষ সামনে আসতে থাকে মিমের। ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলত তার স্বামী শান্ত। এছাড়া গভীর রাত পর্যন্ত বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। এগুলো পছন্দ করত না মিম। শান্তকে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছিল না।
আমেনা বেগম আরও বলেন, ‘এসব কারণে স্বামীর সঙ্গে রাগারাগি করে দুই দিন আগে আমাদের বাসায় চলে আসে মিম। মিমকে ধৈর্য ধরে থাকতে বলি এবং শান্তকে বোঝাতে বলি। এর মধ্যে আজ দুপুরে একা ঘরে রুমের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মিম। বিকেলে তার ছোট ভাই বাসায় এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।
রাজধানীর শাহজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে বাসায় এসে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর নাম মিম আক্তার (১৬)।
আজ শনিবার বিকেলে শাহজাহানপুর শহীদবাগ মসজিদ গলির বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মিম শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণঝড়া গ্রামের মো. ইউসুফ আলী ও আমেনা বেগম দম্পতির মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে বড়। সে শাহজাহানপুর রেলওয়ে সরকারি হাই স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছে। সামনের সপ্তাহে তার রেজাল্ট বের হওয়ার কথা।
হাসপাতালে মিমের মা আমেনা বেগম বলেন, তারা শাহজাহানপুর শহীদবাগের ওই বাসায় থাকেন। দুই মাস আগে মিম প্রেমের সম্পর্কে নিজে নিজেই শান্ত নামে এক যুবককে বিয়ে করে। বিয়ের পর স্বামীর সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে থাকা শুরু করে। তবে বিয়ের পর স্বামীর বিভিন্ন দোষ সামনে আসতে থাকে মিমের। ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলত তার স্বামী শান্ত। এছাড়া গভীর রাত পর্যন্ত বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। এগুলো পছন্দ করত না মিম। শান্তকে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছিল না।
আমেনা বেগম আরও বলেন, ‘এসব কারণে স্বামীর সঙ্গে রাগারাগি করে দুই দিন আগে আমাদের বাসায় চলে আসে মিম। মিমকে ধৈর্য ধরে থাকতে বলি এবং শান্তকে বোঝাতে বলি। এর মধ্যে আজ দুপুরে একা ঘরে রুমের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মিম। বিকেলে তার ছোট ভাই বাসায় এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে