Ajker Patrika

বনশ্রীতে সড়কে ঝরল ২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২১: ২৬
বনশ্রীতে সড়কে ঝরল ২ প্রাণ

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার ফেমাস হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

নিহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক স্বপন (৩০) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহত হয়েছেন ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে মারা যান ফাতেমা। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ফাতেমার আহত দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রাইসুলের অবস্থা আশঙ্কাজক। 

মৃত স্বপনের বড় ভাই মনির হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম শহীদুল। এক ছেলে ও স্ত্রীসহ কাফরুলের ইব্রাহিমপুরে থাকতেন স্বপন। পেশায় সিএনজি অটোরিকশাচালক। 

মৃত ফাতেমা আক্তারের বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকতেন। তাঁর স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। ছেলেদের নিয়ে দুই-তিন দিন আগে গ্রাম থেকে সানারপাড়ে খালা মাকসুদার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে আজকে সকালে সিএনজি অটোরিকশাযোগে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে আমার বাসায় আসছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন। ফাতেমার দুই ছেলে কুমিল্লার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অছিম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত