Ajker Patrika

পিতৃতান্ত্রিক ব্যবস্থা পুরুষের ওপরেও নেতিবাচক প্রভাব তৈরি করে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

পিতৃতান্ত্রিক ব্যবস্থা শুধু নারীর ওপর নয়, পুরুষের ওপরও নেতিবাচক প্রভাব তৈরি করে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে। সমাজে নারীর অসম অবস্থানকে চিহ্নিত করে তা উত্তরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

আজ শুক্রবার ঢাকার শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভা-২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। 

সিমিন হোসেন রিমি বলেন, নারীর প্রতি সহিংসতা নির্মূল করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে, মুক্তিযুদ্ধের আলোকে দেশপ্রেমকে সমুন্নত রাখতে, সকলের নিজ নিজ জায়গা থেকে কাজ করা দরকার। নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা ঘটছে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই জায়গায় মানবিক মূল্যবোধ জাগ্রত করে কাজ করে যেতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনের সঠিক প্রয়োগ করতে হবে, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে, গবেষণার ক্ষেত্র বিস্তৃত করার ওপর জোর দিতে হবে। 

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারী হওয়ার জন্য সুনির্দিষ্ট বৈষম্য আছে পরিবারে, সমাজে, আইনি কাঠামোতে। আইনি কাঠামোর দুর্বলতা, পারিবারিক দুর্বলতা, সামাজিক চিন্তা-চেতনার পশ্চাৎপদতা এবং ধর্মান্ধতা নারীর প্রতি সহিংসতাকে জিইয়ে রেখেছে। নারীর প্রতি এই বৈষম্য দূর করতে সংগঠনের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে এবং বৈচিত্র্যকে ধারণ করতে হবে। 

বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বলেন, নারীর প্রতি বিনিয়োগ শুধু জেন্ডার বাজেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে নারীর অসম অবস্থানকে চিহ্নিত করে তা উত্তরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানবিক শিক্ষার জন্য বিনিয়োগ করতে হবে। পিতৃতান্ত্রিক ব্যবস্থা শুধু নারীর ওপর নয়, পুরুষের ওপরও নেতিবাচক প্রভাব তৈরি করে। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। আরও উপস্থিত ছিলেন—অ্যাম্বাসি অব সুইডেনের সিনিয়র প্রোগ্রাম অফিসার (গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও লিঙ্গ সমতা উন্নয়ন সহযোগিতা বিভাগ) রেহানা খান এবং বাংলাদেশ মহিলা পরিষদের সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

‘নারীর প্রতি বৈষম্য দূর করি, শক্তিশালী নারী আন্দোলন গড়ে তুলি’-এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী চলা মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভা শেষ হবে শনিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত