Ajker Patrika

‘আ. লীগের আঙিনায় আপনার জায়গা হবে না’, ব্যারিস্টার আমীর-উল ইসলামকে দুলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৩, ২৩: ৫৪
‘আ. লীগের আঙিনায় আপনার জায়গা হবে না’, ব্যারিস্টার আমীর-উল ইসলামকে দুলাল

আর কোনো দিন আওয়ামী লীগের আঙিনায় আপনার জায়গা হবে না। ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বারের সম্পাদক আবদুন নূর দুলাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী বিএনপি নেতা চাঁদের হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বেলা দেড়টার দিকে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে আবদুন নূর দুলাল বলেন, ‘চুয়াত্তর সালে একবার চিনেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব যাকে চিনেছেন, বঙ্গবন্ধুর মেয়েও তাকে চিনেছেন। ১ / ১১ নামার পরে কী করেছিল? ফাইল ফেরত দিয়েছিলেন। তিনি শেখ হাসিনার মামলা করতে পারবেন না।’ 

দুলাল আরও বলেন, ‘শেখ ফজলে নূর তাপস কার সম্পর্কে কথা বলেছেন? এস কে সিনহা সম্পর্কে। এস কে সিনহা আর উনি (ব্যারিস্টার আমীর) তো দুই বন্ধু। শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে যে কটূক্তি করবে, তাঁর ক্ষমা আমাদের অভিধানে নেই।’ সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য রাখেন। 

এর আগে’ একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্য বুধবার আপিল বিভাগের নজরে আনেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আমীর-উল ইসলাম। 

পরে আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার আমীর বলেন, ‘এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ মন ক্ষুণ্ন হয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই বিচার ব্যবস্থার জন্য। মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন। বারের সিনিয়র আইনজীবীদের নিয়েও কটাক্ষ করেছেন। বিচার বিভাগকে হেয় করেছেন। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন? এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাঁর এ বক্তব্য আদালত অবমাননা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত