Ajker Patrika

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ১৭: ৫৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার দুপুরে তিনি শ্রীনগর বাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

আদিলুর রহমান খান বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। তাঁদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয় করা। ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদন দেবে, এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি নেতা আবুল কালাম কানন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত